TwitterFacebookGoogle PlusInstagramEmail

Sunday, April 10, 2016

পৃথিবীর সবচেয়ে ছোট ক্যামেরা অ্যাপ মাত্র ১ মেগাবাইট এবং অধিক ফিচার সম্পূর্ণ।ছোট বলে অবহেলা কইরেন না,আজ রাতেই আপডেট হইছে এবং সম্পূর্ণ পেইড ভার্সন।

আসসালামু আলাইকুম ভাই ব্রাদার,কেমন আছেন সবাই।
আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন সবাই! আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালই আছি। আমিও আপনাদের মত একজন টেক লাভার।
প্রজুক্তির সাথে থাকতে ভাল লাগে।
আজ আবার আপনাদের সামনে একটি অ্যাপ নিয়ে আসেছি। আশা করি আপনাদের ভাল লাগবে।
ভালো লাগলে টিউমেন্ট করবেন। তো আর কথা না বারিয়ে শুরু করা যাক।
জীবনে তো অনেক ধরনের ক্যামেরা অ্যাপ ইউজ করলেন।কয়টায় বা আপনার মনের মতো পাইছেন বলুন।তবে আজ আমি যে অ্যাপটি দিবো তা এক কথায় অসাধারন।এই অ্যাপটি আসুস ফোনের ডিফল্ট ক্যামেরা হিসেবেও ইউজ হয়।আর এই অ্যাপের ফ্রি ভার্সন পাওয়া যায়।আমি থাকতে ফ্রি ভার্সন নিবেন ক্যারে।একদন পেইড ভার্সনটায় দিলাম।

Download link

চলুন দেখে নেয়া যাক কি কি থাকছে এই অ্যাপে।

cm
  • প্রফেশনাল ফটোগ্রাফির কিছু আপশন পাবেন।
  • High HD মানের ভিডিও ক্যাপচিং।
  • সাইজ মাত্র ১.২ মেগাবাইট।
  • নিজশ্ব ভয়েস কমান্ডে পিক তোলার সুবিধা।
  • দ্রুত ফোকাস।
  • শুটার সাউন্ড ডিজেবল।
  • নিজের ইচ্ছামতো টেক্সট বা টাইম ডেট ছবিতে সেট করার সুবিধা।
  • ম্যানুয়াল ফোকাস,ISO,exposure time
আরো অনেক ফিচার।সত্যি বলতে এতো ছোট সাইজে এতো ফিচার আমি কখনোই দেখিনি।আর ফুল ভার্সন বলে সব ফিচার আনলক পাবেন।ডাউনলোড করে ইউজ করতে পারেন।
কেউ কপি করবেন না। আমাদের অনেকের কপি করার অব্বভাস আছে। আর কপি করলে ক্রেডিট দিয়ে দিয়েন।
কেউ বাজে কথা বলবেন না। আশা করি।
তো আজ আর নয়। আজকের মত এ পর্যন্তই।
ভালো থাকবেন। আমার জন্ন্য দোয়া করবেন যেনো আরো ভালো অ্যাপ নিয়ে আসতে পারি।
আসসালামু আলাইকুম।
Share:

Related Posts:

Blog Archive